ডাবল সেঞ্চুরিতে বুমরাহ’র বিশ্বরেকর্ড
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অভিষিক্ত স্যাম কনস্টাসের বিপক্ষে সুবিধা করতে পারেননি জাসপ্রিত বুমরাহ, যার ফলে নিন্দুকদের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সেই বুমরাহই এবার গড়লেন এক অনন্য রেকর্ড। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে পূর্ণ করলেন টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট। আর এই কীর্তি গড়ার মাধ্যমে বিশ্বরেকর্ডে নাম লেখালেন ভারতীয় এই ডানহাতি পেসার।
ভারতীয় ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ২০০তম টেস্ট উইকেট নেয়ার রেকর্ডটি এখন বুমরাহর নামে। বিশ্বের বোলারদের মধ্যে এটি চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসেবে যৌথভাবে দশম। তবে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বুমরাহ ২০০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন সর্বনিম্ন ইকোনমিতে। তিনি বিশ্বে একমাত্র বোলার, যিনি ২০ রানের কম গড় (১৯.৫৬) নিয়ে ২০০ উইকেট শিকার করেছেন টেস্টে।
বুমরাহ-সিরাজের তোপে অস্ট্রেলিয়া ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। যেখানে চারটি উইকেট নিয়েছেন বুমরাহ। তবে এরপর চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। মার্নাস লাবুশেন দারুণ ব্যাটিংয়ের মাধ্যমে দলের হাল ধরেন, আর অধিনায়ক প্যাট কামিন্সও তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন। চা বিরতির আগে অস্ট্রেলিয়া আর কোনো উইকেট হারায়নি, এবং চতুর্থ দিনের চা বিরতির আগ পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৫ রান। এর ফলে অস্ট্রেলিয়ার লিড দাঁড়ায় ২৪০ রান।
2 Comments
Welcome.
ReplyDeleteঅভিনন্দন!!!
ReplyDelete